Wednesday, August 23, 2017

বাংলাদেশ থেকে কানাডার ভিসার জন্য আবেদন

আপনার আবেদনপত্র প্রস্তুত করুন


প্রতি বছর প্রায় ৩৫ মিলিয়ন মানুষ কানাডার বিভিন্ন সুযোগসুবিধা উপভোগসহ ও পারিবারিক ভ্রমন হিসাবে কানাডায় ভ্রমন করে থাকে।

যদি আপনি কানাডায় ভ্রমন করতে চান তবে আপনাকে নিম্মের লিংকে ক্লিক করতে হবে।আপনার ভ্রমন ভিসা সম্পর্কে জানতে চাইলে এইখানে ক্লিক করুন (অস্থায়ী আবাসন) ভিসা.
আপনি যদি ব্যবসা কিংবা ভ্রমন ব্যতিত অন্য কোন উদ্দেশ্যে কানাডায় ভ্রমন করতে চান তবে আপনাকে অবশ্যই সঠিক ভিসা আবেদন পত্রটি খুঁজে নিতে হবে, যেমন শিক্ষা ভিসা বা অস্থায়ী চাকুরী।.
  • টুরিষ্ট হিসাবে ভ্রমন

    আপনি কানাডাস্থ পরিবার বা বন্ধুবান্ধব সাথে সাক্ষাতসহ অন্যান্য অনেক সুবিধা উপভোগের লক্ষ্যেটুরিষ্ট হিসাবে কানাডায় ভ্রমন করতে পারেন।
  • সন্তান ও নাতী-নাতনীর সঙ্গে সাক্ষাত

    আপনি যদি কানাডার কোন স্থায়ী অধিবাসীর বাবা-মা কিংবা দাদা-দাদী হয়ে থাকেন তবে আপনি পেরেন্ট এন্ড গার্ডিয়ান সুপার ভিসাতে আবেদন করতে পারেন যেখানে আপনি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত নবায়ন ব্যতিত অবস্থান করতে পারবেন।
  • ব্যবসায়িক উদ্দ্যেশে ভ্রমন

    ব্যবসায়ে বিনিয়োগের ক্ষেত্র সন্ধান বা ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আপনি ব্যবসায়িক উদ্দ্যেশে কানাডা ভ্রমন করতে পারেন।
  • আপনার অবস্থানে মেয়াদ বৃদ্ধি

    কানাডাতে আপনার অবস্থানের মেয়াদ বৃদ্ধি করতে চাইলে আপনাকে অবশ্যই ভিসার মেয়াদ শেষ হবার পূবেই আবেদন করতে হবে। দয়া করে লিংকটি দেখুন “কানাডাতে আপনার অবস্থানের মেয়াদ বৃদ্ধিকরন” .
  • ভ্রমন ব্যতিত কানাডার মধ্যদিয়ে ট্রাভেল করা

    আপনি যদি এমন কোন দেশের নাগরিক হয়ে থাকেন যাদের কানাডায় প্রবেশের জন্য ভিসা দরকার হয় এবং আপনি যদি ভ্রমন বা অবস্থান ব্যতিত অন্য কোন উদ্দেশ্যে কানাডার মধ্য দিয়ে ভ্রমন করতে চান তবে আপনার অবশ্যই ট্রানজিট ভিসার প্রয়োজন হবে ।মনে রাখবেন আপনি যদি ইউনাইটেড ষ্টেটস অফ আমেরিকা থেকে কানাডাতে ভ্রমন করেন সেক্ষেত্রে ট্রানজ়িট ভিসার দরকার নাও হতে পারে। উল্লেখ্য যে, ট্রানজিট ভিসার কোন ফি নেই। বিস্তারিত জানতে ভিজিট করুন : আই আর চি চি সাহায্য কেন্দ্র ).
  • অস্থায়ী অভিবাসন ভিসা

    বিস্তারিত তথ্যের জন্য নিম্মের লিংক এ ক্লিক করুন:
(উল্লেখ্য যে, আবেদনপত্রের সাথে ভিএফএস এর সম্মতি ফরমটি যথাযথ পুরন ও স্বাক্ষর পূর্বক দাখিল করা বাধ্যতামূলক)

শিক্ষা অনুমতি

বিস্তারিত তথ্যের জন্য নিম্মের লিংক এ ক্লিক করুন :
(উল্লেখ্য যে, আবেদনপত্রের সাথে ভিএফএস এর সম্মতি ফরমটি যথাযথ পুরন ও স্বাক্ষর পূর্বক দাখিল করা বাধ্যতামূলক)

চাকুরী অনুমতি

বিস্তারিত তথ্যের জন্য নিম্মের লিংক এ ক্লিক করুন:
(উল্লেখ্য যে, আবেদনপত্রের সাথে ভিএফএস এর সম্মতি ফরমটি যথাযথ পুরন ও স্বাক্ষর পূর্বক দাখিল করা বাধ্যতামূলক)

স্থায়ী অধিবাসীদের ভ্রমন বিষয়ক তথ্যাদি

বিস্তারিত তথ্যের জন্য নিম্মের লিংক এ ক্লিক করুন:
(উল্লেখ্য যে, আবেদনপত্রের সাথে ভিএফএস এর সম্মতি ফরমটি যথাযথ পুরন ও স্বাক্ষর পূর্বক দাখিল করা বাধ্যতামূলক)
গুরুত্বপূর্ন বিজ্ঞপ্তিঃ:
কানাডা ভিসা আবেদন কেন্দ্র শুধুমাত্র অস্থায়ী ভিসা আবদনের ব্যাপারে সাধারন তথ্যাবলী এবং সহযোগীতা করে থাকে যাতে ভ্রমন,শিক্ষা ভিসা, ওয়ার্ক পারমিট এবং স্থায়ী অধিবাসীদের জন্য ট্রাভেল ডকুমেন্টের আবেদন অন্তর্ভুক্ত। কানাডায় স্থায়ী আবাসনের জন্য আবেদন এবং কনসুলার সার্ভিসের ব্যাপারে যেকোন তথ্য প্রদানের জন্য এই আবেদন কেন্দ্র অনুমতিপ্রাপ্ত নয়। এক্সপ্রেস এন্ট্রি ফর স্কিল্ড ইমিগ্রেশন,অনলাইনে আবেদন, কানাডিয়ান সিটিজেনশীপ, আবেদন পত্র ঠিক করে দেয়া এবং কোন আবেদনের ব্যাপারে প্রয়োজনীয় কাগজ পত্রের ব্যাপারে উপদেশ এবং সহযোগিতার ব্যাপারেও এই আবেদনকেন্দ্র অনুমতিপ্রাপ্ত নয়।

যথাযথ পরিচিতি বহন করা

দয়া করে নিশ্চিত হউন যে, আপনি কিংবা আপনার সহযাত্রী কোন শিশুটির পরিপূর্ন পরিচিতি আপনার সাথে রয়েছে। অনেক লোকেরই কানাডায় প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হয় না কিন্তু তাদের কে তাদের নিজস্ব দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দরকার হতে পারে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:“কানাডিয়ান বর্ডার সার্ভিস এজেন্সী”.

সাহায্যের জন্য

আমরা আপনাকে সুনির্দিষ্ট গাইডলাইন দিতে সক্ষম
উল্লেখযোগ্য জিজ্ঞাসা