Wednesday, August 23, 2017

বাংলাদেশ থেকে কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন


নিজে উপস্থিত থেকে আবেদনপত্র জমা দিন

অস্থায়ী অভিবাসন ভিসা/পারমিট,শিক্ষা ভিসা,ওয়ার্ক পারমিট, স্থায়ী অধিবাসীদের ভ্রমন বিষয়ক তথ্যাদি নিজে উপস্থিত থেকে আবেদন জমা দেয়ার নিয়মাবলীঃ
১১ ডিসেম্বর ২০১৩ থেকে, বাংলাদেশের নাগরিক যাদের বয়স ১৪ থেকে ৭৯ এবং ভ্রমন, শিক্ষা অনুমতি ও চাকুরি অনুমতি্র জন্য আবেদন করবেন তাদের সবাইকে বাধ্যতামূলক বায়োমেট্রিক্স (আঙ্গুলের ছাপ ও ছবি) দিতে হবে ।আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন, আপনাকে তখন আপনার বায়োমেট্রিক্স (আঙ্গুলের ছাপ ও ছবি) প্রদান করতে হবে । বিস্তারিত জানার জন্য www.cic.gc.ca/biometrics এই ঠিকানায় যেতে পারেন।
অস্থায়ী অভিবাসন ভিসা ও অনুমতি এবং ভ্রমন বিষয়ক আবেদনের প্রক্রিয়া

পর্যায়-১

আই আর চি চি ওয়েবসাইটে লিপিবন্ধ ভিসা/অনুমিত সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্যাদি পড়ুন এবং আপনার ভ্রমন ধরন বা প্রকৃতি অনুযায়ী আবেদনপত্র ও নিদের্শনা ডাউনলোড করুন।

পর্যায়-২

আবেদনপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র পূরন করুন।
গুরুত্বপূর্ন নির্দেশঃ আপনার আবেদনপত্রটি প্রিন্ট করার পরে বারকোড সম্বলিত ষষ্ঠ পাতাটি নিশ্চিত করুন এবং বারকোডযুক্ত পাতাটি আবেদনপত্রের উপরে রাখুন। বারকোডের পাতাটি পরিস্কারপাঠযোগ্য,আবছা নয় এমন হতে হবে অন্যথায় এটি আপনার আবেদন প্রক্রিয়াকে মন্থর করে দিতে পারে।আবেদনপত্র (বারকোডের পাতাসহ) লেজার প্রিন্টারে ভালো সাদা,পিচ্ছিল নয় এমন অফসেট কাগজে প্রিন্ট করতে হবে ।
আই আর চি চি চেকলিস্টে উল্লেখিত কাগজপএাদি প্রদান করতে ব্যর্থ হলে, আপনি দাবিত্যাগ ফর্ম সাইন করুন এবং আপনার আবেদনপত্রের সাথে এটি সংযুক্ত করুন ।
দাবিত্যাগ ফর্ম দিতে ব্যর্থতা হলে আপনার ভিসা ফুলাফলে অতিরিক্ত বিলম্ব বা ভিসা,পারমিট বা ভ্রমণ নথি জন্য আপনার আবেদন প্রত্যাখ্যান করার কারণ হতে পারে ।

পর্যায়-৩

বাধ্যতামূলক ক্ষেত্র: আবেদনকারী সংযুক্ত গোপনীয় নীতিমালা পড়ার জন্য বিশেষ ভাবে বলা হচ্ছে, ভিএফএস কনসেন্ট ফরম টি যথাযথ ভাবে পুরন করুন এবং আবেদনপত্রের সাথে সংযুক্ত করুন।

পর্যায়-৪

আই আর চি চি ফিস তালিকা অনুযায়ী ভিসা ফি জমা দিন

পর্যায়-৫

আপনার স্থানীয় কানাডা ভিসা আবেদন কেন্দ্র (সিএভিসি) ভ্রমন করুন, তবে এর আগে এটি নিশ্চিত হউন যে আপনি পাসপোর্ট, ছবি, আবেদনপত্র এবং নির্দেশনা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা ফি সঙ্গে নিয়েছেন। প্রয়োজনীয় সেবামুল্য প্রদান প্রযোজ্য। সেবামূল্য প্রদানের গ্রহনযোগ্য পদ্ধতি সম্পর্কে জানুন

পর্যায়-৬

সিএভিসি তে আবেদনপত্র জমাদান কালে, সেবামূল্য প্রদান করুন, আবেদনপত্র জমা দিয়ে একটি রশিদ গ্রহন করুন। উক্ত রশিদে একটি অদ্বিতীয় ট্র্যাকিং নম্বর লেখা থাকবে যা দিয়ে ইন্টারনেটে আপনি আপনার ভিসা আবেদন পত্রের প্রকিয়াকরন পর্যায় সম্পর্কে অবগত হতে পারবেন।
বিঃদ্রঃ যদি আবেদনকারীর বাযোম্যাট্রিকস ডাটা প্রদানের প্রযোজন হয়, তাহলে কানাডা ভিসা আবেদন কেন্দ্র (সিএভিসি) আবেদনকারীর বাযোম্যাট্রিস গ্রহন করবে যখন আবেদনকারী আবেদনপত্র জমা দিবেন।
আপনার জন্য যদি বায়োমেট্রিক্স ডাটা প্রদান আবশ্যকীয় হয় তাহলে আপনার প্রদানকৃত $ ৮৫ কানাডিয়ান ডলার বায়োমেট্রিক্স ফিসের ভিতরে আবেদনকেন্দ্রের অ্যাপলিকেশন হ্যান্ডলিং প্রসেসিং চার্জ/সেবামূল্য অন্তর্ভুক্ত থাকবে।

পাসপোর্ট প্রেরণ সংক্রান্ত সেবা

যদি আপনি কানাডা সরকার থেকে পাসপোর্ট প্রেরন সংক্রান্ত কোন নোটিশ পেয়ে থাকেন তবে আপনি আপনার পছন্দের যে কোন ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আপনার পাসপোর্ট ও আবেদন পত্র জমা দিতে পারবেন।
কিভাবে পাসপোর্ট জমা দিবেন:
একবার যদি আপনি পাসপোর্টের জন্য কানাডা সরকার থেকে নোটিশ পেয়ে থাকেন তবে আপনি পাসপোর্ট ও আবেদন পত্র জমা দিতে পারেন, সেক্ষেত্রে আপনিঃ
  1. ব্যাক্তিগত ভাবে / কোন মনোনীত প্রতিনিধির মাধ্যমে সিভিএসি তে জমা দিতে পারেন:
আপনার পাসপোর্ট ফেরত নেয়ার জন্য আপনাকে নিজে উপস্থিত থেকে পাসপোর্ট নিতে হবে।
অনুগ্রহ করে মনে রাখবেন যে, উপরোক্ত সেবার জন্য সার্ভিস চার্জ প্রদান করতে হয়। বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করা হলো:
ভিএফএস কর্তৃক প্রদত্ব পাসপোর্ট প্রেরণ সংক্রান্ত সেবায় আপনি সক্ষম হবেন যে:
  1. আপনি কানাডা ভিসা অফিস (কানাডিয়ান ভিসা অফিস) থেকে আপনার পাসপোর্ট সময়মত এবং নিরাপদে গ্রহণ করতে পারবেন:
  2. আপনি আপনার পাসপোর্ট প্রক্রিয়াকরন সংক্রান্ততথ্য কানাডিয়ান ভিসা ওয়েবসাইট এর মাধ্যমে চেক করতে পারবেন।

ডাকযোগে আবেদন পাঠান

কানাডা ভিসা আবেদন কেন্দ্র (সিএভিসি) ঢাকা,চট্টগ্রাম এবং সিলেটে ডাকযোগে আবেদনপত্র গ্রহন করেনা।
১১ ডিসেম্বর ২০১৩ থেকে, বাংলাদেশের নাগরিক যাদের বয়স ১৪ থেকে ৭৯ এবং ভ্রমন, শিক্ষা অনুমতি ও চাকুরি অনুমতি্র জন্য আবেদন করবেন তাদের সবাইকে বাধ্যতামূলক বায়োমেট্রিক্স (আঙ্গুলের ছাপ ও ছবি) দিতে হবে। ২৯টি দেশ এবং একটা অঞ্চলের জন্য এটা প্রযোজ্য।আপনার জন্য বায়োমেট্রিক্স প্রদানের প্রয়োজন আছে কিনা জানুন।

আপনার পাসপোর্ট জমা দিন

যদি আপনি কানাডা সরকার থেকে পাসপোর্ট প্রেরন সংক্রান্ত কোন নোটিশ পেয়ে থাকেন তবে আপনি আপনার পছন্দের যে কোন ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আপনার পাসপোর্ট ও আবেদন পত্র জমা দিতে পারবেন।
কিভাবে পাসপোর্ট জমা দিবেন:
একবার যদি আপনি পাসপোর্টের জন্য কানাডা সরকার থেকে নোটিশ পেয়ে থাকেন তবে আপনি পাসপোর্ট ও আবেদন পত্র জমা দিতে পারেন, সেক্ষেত্রে আপনিঃ
নিশ্চিত হন যে পাসপোর্টের সঙ্গে আপনি প্রদান করছেন :
  • আই আর সি সি থেকে প্রাপ্ত পাসপোর্ট জমা দেয়ার চিঠি
  • আই সি আর ( ইন ভয়েস কাম রিসিপ্ট )
  • ভিসা আবেদন কেন্দ্রে প্রযোজ্য ফি, কুরিয়ার ফি ইত্যাদি
  • ইমেইল , ফোন নম্বর, ফেরত পাবার ঠিকানা সহ পূর্ণ যোগাযোগের তথ্য
  • ভিসা আবেদন কেন্দ্রে জমা দেয়ার সম্মতি পত্র
ব্যাক্তিগত ভাবে / কোন মনোনীত প্রতিনিধির মাধ্যমে সিভিএসি তে জমা দিতে পারেন:
আপনার পাসপোর্ট ফেরত নেয়ার জন্য আপনাকে নিজে উপস্থিত থেকে পাসপোর্ট নিতে হবে।
অনুগ্রহ করে মনে রাখবেন যে, উপরোক্ত সেবার জন্য সার্ভিস চার্জ প্রদান করতে হয়। বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করা হলো:
ভিএফএস কর্তৃক প্রদত্ব পাসপোর্ট প্রেরণ সংক্রান্ত সেবায় আপনি সক্ষম হবেন যে:
  1. আপনি সিভিও (কানাডিয়ান ভিসা অফিস) থেকে আপনার পাসপোর্ট সময়মত এবং নিরাপদে গ্রহণ করতে পারবেন:
  2. আপনি আপনার পাসপোর্ট প্রক্রিয়াকরন সংক্রান্ততথ্য কানাডিয়ান ভিসা ওয়েবসাইট এর মাধ্যমে চেক করতে পারবেন।